
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর মনোহরদীতে তিন গরু চোরকে এলাকাবাসী আটক করার পর পুলিশকে দিয়েছে । সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বিয়াইদোয়া গ্রামের ওয়ালীউল্লাহর ছেলে সোহেল (৩২), একই এলাকার বেলায়েতের ছেলে রাসেল (২৫) ও কাইয়ূমের স্ত্রী রিয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তিন গরু চোরকে কোচের চর করোনা বাজারের গরু নিয়ে এলাকাবাসী ঘোরাঘুরি করতে দেখে । এ সময় তাদের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। খবর পেয়ে গরুর মালিক সোহেল নূর মোহাম্মদ ঘটনাস্থলে এসে নিজের গরু চিহ্নিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃতদেরকে মনোহরদী থানায় নিয়ে আসে।
মনোহরদী থানার ওসি মো: আব্দুল জব্বার জানান, কাপাসিয়া থেকে গরু চুরি করে তারা মনোহরদীতে এসে স্থানীয়দের হাতে ধরা পরে। মামলার পরে আসামী কাপাসিয়া থানায় হস্তান্তর করা হবে।