বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীর রায়পুরায় যুবক-যুবতীর আত্মহত্যা।

নরসিংদীর রায়পুরায় যুবক-যুবতীর আত্মহত্যা।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নে মো: সুজন মিয়া (৩০) নামে এক যুবক ও ফরিদা বেগম (৩৫) নামে এক যুবতী নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মির্জানগর ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সরকার রিপন ও থানা পুলিশ। নিহত সুজন মিয়া ওই ইউনিয়নের খানাবাড়ি এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে অপরদিকে নিহত ফরিদা বেগম একই ইউনিয়নের বাঙালীনগর এলাকার বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম এর মেয়ে। তাদের গোপনে সম্পর্ক ছিলো বলে ধারণা করছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন মিয়া রাতে তার নিজ দোকানে মোবাইল ফোনে কথা বলতে বলতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সকালে সুজন মিয়ার দোকানের সাটার খুলতে দেরী হওয়ায় তার স্বজনরা এসে দোকানের সাটার ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় সুজন সিলিং এর সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে রায়পুরা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন পলাশ মুঠোফোনে বলেন, মির্জানগরে দুইজনের আত্মহত্যার ব্যাপারে খবর পেয়েছি। দুইজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments