
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা এবং ১৩০ বোতল ফেন্সিডিলসহ শফিকুল ইসলাম ও মসিউর আলম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ সুপার মো: আব্দুল হান্নান।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম (৩৫) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া এলাকার আবু তাহেরের ছেলে এবং মসিউর আলম (২২) একই থানার গন্ধবপুর এলাকার শহনুর রহমানের ছেলে।
নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান গনমাধ্যম কে জানান, নরসিংদীর রায়পুরায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সংবাদ পেয়ে ব্রাহ্মনবাড়িয়া জেলা থেকে ঢাকা- সিলেট মহাসড়ক হয়ে একটি পিকআপে করে বিপুল পরিমান অবৈধ মাদকের চালান নরসিংদীর দিকে আসছে।
পরে ভৈরব-রায়পুরা ব্রীজের সাথে মাহমুদাবাদ (মান্দবাজ) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর চেক পোষ্ট পরিচালনায় নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় ভৈরবের দিক থেকে মুরগীর খাদ্যের বস্তা বোঝাই কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ী চেক পোষ্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো ঘুরিয়ে ভৈরব অভিমুখে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ পিকআপটিসহ এর ভিতরে থাকা শফিকুল ইসলাম ও মসিউর আলমকে গ্রেপ্তার করে। পরে পিকআপে তল্লাশি চালিয়ে খাদ্যের বস্তার নিচ থেকে ১শত ২০ কেজি গাঁজা ১ শত ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।পিকআপসহ যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।