বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলানানা আয়োজনে হাজি এম এ কালাম সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন!

নানা আয়োজনে হাজি এম এ কালাম সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন!

মো:জাবেদুল আনোয়ার .জেলা নিজস্ব প্রতিবেদকঃ

কবিতা, বক্তৃতা ও আলোচনা সভার মধ্যেদিয়ে নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। মহানস্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী আজ।

দিনটি উপলক্ষ বুধবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধু জীবনী বিষয়ক বক্তৃতা ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করেন কলেজ কতৃপক্ষ। পরপর বৃহত্তর আয়োজনে শুরু হয় আলোচনা সভা।

এসব অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো জাফর আলম।

সভাপতির ভাষণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আলম বলেন, ‘ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান। আর এমন  প্রতিষ্ঠান শত বছরে হয়তো একটির দেখা মেলে। আমরা সৌভাগ্যবান যে এমন একজন নেতা পেয়েছিলাম। আজ তার কন্যা দেশকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন।আজ বঙ্গবন্ধুর শততম জন্মদিন পালন করে আমরা নিজেরাও ইতিহাসের অংশ হয়ে গেলাম।’

প্রভাষক প্রিয়তুষ শর্মা চন্দন এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক এমদাদুল্লাহ মো ওসমান।

এসময় শিক্ষকদের আরও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক জেবুন্নাহার চৌধুরী, সহকারী অধ্যাপক শফিউল আলম, প্রভাষক নজরুল ইসলাম জমাদ্দার, প্রভাষক বশিরুল কবির চৌধুরী, প্রভাষক আব্দুল মান্নান, প্রভাষক মনিষা বড়ুয়া, আইসিটি প্রভাষক জাহান আরা লাখীসহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments