
ইয়াছিন চৌধুরী।। নাছিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনিধি
নাসিরনগর উপজেলা সমিতি ঢাকা এর দ্বি-বার্ষিক সম্মেলনে শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ঢাকা সমিতির আহবায়ক ইব্রাহিম ভুইয়া রেনুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, সৈয়দ আবদাল, সৈয়দ শরীফ, অধ্যক্ষ মোনায়েম, এম এ হান্নান, সৈয়দ শাহিন,শফিকুল ইসলাম, শাহনেওয়াজ চৌধুরী, সামসছুল হক চৌধুরী কিবরিয়া পাভেল,এম আমিনুল ইসলাম মুনির, এড আলী আযম প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ড. হাফিজ উদ্দিন ভুইয়া সভাপতি, সৈয়দ মোঃ সারফিন সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম পারভেজ ও আলী আশরাফ রনিকে সাংগঠনিক সম্পাদক করে নাসিরনগর উপজেলা সমিতি ঢাকা গঠন করা হয়।