
মো: ইয়াছিন চৌধুরী ।। নাছিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, প্রতিবছরের ন্যায় এবারও উপজেলা ১২৮টি পূজা মন্ডপে এই পূজা অনুষ্ঠিত হয় এই পূজাকে ঘিরে উপজেলা উৎসবের আমেজ বিরাজ করছে।ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন কমিটির পরিষদের সভাপতি আদেশ চন্দ্র দেব সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
উপজেলার বেশ কিছু মন্দির পরিদর্শন করেছি উপজেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি,
সকল ধর্মের সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে পারায়
জেলা বাসিকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সবায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
নাসিরনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, অনাথ বন্ধু দাস জানায়,
নাসিরনগরের সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে দেখা যায় প্রতিটি পূজা মন্ডপে প্রচুর লোকের সমাগম,
পূজা পরিদর্শনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ পূজা পরিদর্শন করতে দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মন্ডপে বসানো হচ্ছে সিসি ক্যামেরা।
উপজেলা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, আব্দুল কাদির সাহেব বলেন এই পূজা নাসিরনগর আইন শৃঙ্খলা স্বতঃস্ফূর্ত রয়েছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।