বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগনাসিরনগরে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর উদ্যোগে নাসিরনগর সরকারি কলেজে বিনামূল্যে...

নাসিরনগরে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর উদ্যোগে নাসিরনগর সরকারি কলেজে বিনামূল্যে ক্যাম্পেইন। 

ইয়াছিন চৌধুরী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) শিক্ষানবিশ প্রতিনিধি, 

সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর আয়োজনে নাসিরনগর সরকারি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) সকাল ১১ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে ক্যাম্পেইনটি উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লায়লা নূর।

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী তন্ময় আহমেদ এর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হক, প্রভাষক মনিরুল ইসলাম চৌধুরী (কামাল) শুভেচ্ছা বক্তব্য দেন অত্র সংগঠনের সদস্য জুনাইদ আহমেদ।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুজীত চক্রবর্তী, প্রভাষক প্রবোধ চন্দ্র মৈশান, প্রভাষক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডু, প্রভাষক সাহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক তোফাজ্জল সহ অত্র সংগঠনের সদস্যবৃন্দ।

সারাদিন ব্যাপি ক্যাম্পেইনে শিক্ষার্থীরা উৎসব উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন। রক্তের গ্রুপ জানা এক শিক্ষার্থী বলেন, অনেক শিক্ষার্থী আছে এখনও রক্তের গ্রুপ জানে না। আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পেরে অনেক খুশি। ধন্যবাদ পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্যে বলেন, এটি একটি সামাজিক সংগঠন হিসেবে করছে, এটি আসলে আমি বলবো সামাজিক সাংস্কৃতিক দুই ধরনের আন্দোলনের সাথে যুক্ত ওরা।

অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, আমার কলেজে এই প্রথম একটি ক্যাম্পেইন হচ্ছে এই উদ্যোগকে আমি সত্যিকার অর্থে আমি অভিনন্দন জানাই।

ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় ছিলেন আমাদের নাসিরনগর ফেইসবুক গ্রুপের এডমিন প্যানেল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments