
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন,
উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করলে ব্যবস্হা নেয়া হবে। কে কাকে সমর্থন করেছেন। কে কার আত্মীয় এ সব দেখার বিষয় নির্বাচন কমিশনের নয়। নির্বাচনী বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ন। নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মতবিনিময় অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম।
এসময় উপস্হিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমী সরকার রাখী, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, র্যাব ও জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ।