বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলানিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২ আহত ১৫

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২ আহত ১৫

 

শিশির হাওলাদার,গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় ইমরান পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে রাহাত (২০) ও বেলাল (২২) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে পটুয়াখালী-গলাচিপা সড়কের বাদুরা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রাহাত ও বেলালের বাড়ি গজালিয়া ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে তিনটার দিকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে ওই বাসটি গলাচিপার হরিদেবপুর ফেরিঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় বাদুরা বাজার সংলগ্ন এলাকায় পৌছলে গ্রীন লাইন পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। বর্তমানে ফায়ার সার্ভিস বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments