বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনীতিবান মানুষ হিসেবে  নিজেকে সংস্কার  করুন    :  ড. মঈন খান

নীতিবান মানুষ হিসেবে  নিজেকে সংস্কার  করুন    :  ড. মঈন খান

অরবিন্দ রায় , স্টাফ রিপোর্টারঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা অবশ্যই সংস্কার করবো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো নিজেকে আগে সংস্কার করা। যতক্ষণ পর্যন্ত নিজেকে সৎ ও নীতিবান মানুষ হিসেবে সংস্কার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন, সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগকে যতই সংস্কার করি কোন সংস্কারে কাজে আসবে না।
বৃহস্পতিবার  রাতে  নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে সাতদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান অন্তর্বর্তীকালীন সরকারকে বলেন, আপনারা এমন সংস্কার করুন যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষ নিজেদের সংস্কার করবে, গণতন্ত্র ও অর্থনৈতিক সাম্য ফিরিয়ে আনবে এবং এদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে আনবে।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মহাসচিব আলমগীর হোসেন টিটু, উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মো: ইকবাল, সহ- সভাপতি মনিরুজ্জামান (ভিপি মনির) প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments