
মোঃ জিয়ান, মোহনগঞ্জ, (নেত্রকোনা)নিজস্ব প্রতিনিধি
নেত্রকোনার জেলার দুর্গাপুর,কলমা কান্দা,বারহাট্টা, ও সদরের নিম্ন এলাকায় বন্যা কবলিত লাখ লাখ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে দুদিন ধরে ত্রাণ অর্থ সংগ্রহ করেছে মোহনগঞ্জ ছাত্র সংগঠন। তারা এসব অর্থ দিয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজুওয়ানা কবিরের পরামর্শ ক্রমে চাল,ডাল ও শুকনো খাবার ক্রয় করে তা বন্যার্তদের কাছে পৌঁছে দিতে দুর্গাপুর উপজেলায় যান ছাত্র সংগঠনের সদস্যরা। এর আগে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারকে মোহনগঞ্জ ছাত্র সংগঠনে ত্রাণ বিতরণ বিষয়ে অবগত করে ছাত্রদের ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা চান।
পাহাড়ি ডল ও উজান থেকে নেমে আসা পানিতে নেত্রকোনা ২৭ টি ইউনিয়নে ১ শ ৩১ টি গ্রামের ৬৫ হাজার মানুষ বন্যায় পানি বন্দি হয়ে পড়ে। ২১৫ পুকুরের মাছ ভেসে গেছে, ৩১০ কিলোমিটার গ্রমীণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। তা ছাড়াও অসংখ্য ঘর বাড়ি ও কৃষি ফসলি জমি নষ্ট হয়ে গেছে।
বর্তমানে বন্যার পানি কমতে শুরু করলেও পর্যাপ্ত খাবার ও পানির অভাবে কষ্টে দিন পাড় করছেন বন্যা কবলিত মানুষ।
ছাত্র সংগঠনের সদস্যরা এর আগেও ফেনী ও কুমিল্লা বন্যায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।