
মো: আকতারুজ্জামান,উপজেলা প্রতিনিধি বোদা, পঞ্চগড়।
পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ ভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় বিদস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বোদা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি গ্রহন করে। কর্মসুচির মধ্যে ছিল ২৫ মার্চ সোমবার শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা। ২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে (ভোর ০৬-০১) টায় ৩১ বার তোপধ্বনির শুরুর মাধ্যমে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে। সকাল সাড়ে ৮ টায় বোদা সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসুচির সুচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার নজির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব, মো:ফারুক আলম টবি, বোদা বাসীর উদ্দেশ্যে বাণী প্রদান করেন। বাণী প্রদান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার নজির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, এবং বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মোজাম্মেল হক মাঠে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধদের ফুলের শুভেচ্ছা জানান। পরে কুচকাওয়াজ-ডিসপ্লে প্রদর্শন ও যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় ক্রীড়ানুষ্ঠান হয়। সকাল ১১ টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংর্বধনা প্রদান করা হয়।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত ,দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়। বিকাল ৩ টায় বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও চিত্রাংকন’সহ বিভিন্ন প্রতিযোগীতা এবং খেলা-ধুলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আয়োজন করা হয়। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ বোদা উপজেলা শাখা বিভিন্ন কর্মসুচির উদ্যোগ গ্রহন করেছে।