
পটুয়াখালী সদর(পটুয়াখালী)বিশেষ প্রতিনিধি
২০১৮ সালের ০৮ ফেব্রুয়ারী স্থাপিত পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ক্যান্টেনমেন্টের নাম শেখহাসিনা ক্যান্টেনমেন্ট এর পরিবর্তে পটুয়াখালী সেনানিবাস করার দাবিতে বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান লিখিত এক বক্তব্য তুলে ধরেন গত ১০ মার্চ পতিত সৈরাচার সরকার ও তার পরিবারের নামে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ১৬ টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিলকরণ করা হয় এর মধ্যে পটুয়াখালী জেলার লেবুখালীতে অবস্থিতি ক্যান্টেনমেন্টের নামকরণ করা হয় বরিশাল সেনানিবাস, পটুয়াখালীর জেলায় অবস্থিত সেনানিবাসের নামকরণ পটুয়াখালী সেনানিবাস না করে বরিশাল সেনানিবাস করা পটুয়াখালীর সচেতন নাগরিক সমাজ সরকারের এই সিদ্ধান্তে বিব্রত ও সংক্ষুব্ধ অনুভব করছে। উক্ত সংবাদ সম্মেলনে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।