বাড়িঢাকা বিভাগঢাকা জেলাপথ শিশুদের সহায়তার জন্য প্রতিষ্ঠান (BONSC)

পথ শিশুদের সহায়তার জন্য প্রতিষ্ঠান (BONSC)

মতিউর রহমান, শিক্ষানবিস প্রতিনিধি ধামরাই (ঢাকা) :

ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দয়াময় কিছু মানুষজন নিয়ে (BONSC)সংগঠন তৈরি হয়।

অর্থাৎ Bangladesh Orphanage Needly Streets Children. (বাংলাদেশ এতিম অসহায় পথশিশুদের সংগঠন)। এই সংগঠনের প্রধান হিসেবে কাজ করছেন পারভেজ খান। ছাত্র, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ এই সংগঠনের সাথে জড়িত। এই সংগঠনের সদস্যগণ মিলে সাভারের নবীনগরে কিছু পথ শিশুদের পোশাক ও খাবার বিতরণ করেন। এর আগে ঈদুল ফিতর ও ঈদুল আযহা পোশাক ও খাবার বিতরণ করে এসেছেন। অসহায় দুঃস্থ পরিবারের জন্য এরা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। ফেসবুকে এই সংগঠনের একটি পেজ রয়েছে সেখানে অসহায় শিশুদের জীবনের গল্প আপলোড করা হয়।

এই সংগঠনের সকলের প্রত্যাশা কোন একদিন এই সংগঠনের মাধ্যমে পথ শিশুদের কারো না কারো জীবনের গল্পের পরিবর্তন ঘটবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments