
তরিকুল ইসলাম তারা, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম।
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই আদর্শ বাক্য বুকে ধারণ করে বাংলাদেশের একটি বৃহৎ সামাজিক সংগঠন বিডি ক্লিন দেশকে উন্নত বিশ্বের পরিচ্ছন্ন দেশের মতো বাংলাদেশকেও তৈরি করার স্বপ্ন বাস্তবায়নে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।
বিডি ক্লিন মানেই নতুন কিছু করে দেখাবার প্রচেষ্টা। বিডি ক্লিন মানেই জনকল্যাণমুখী কাজের মাধ্যমে দেশ সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখা। বিডি ক্লিন মানেই, সবার অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে, হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার পথে অবিরাম এগিয়ে চলা।
এগিয়ে চলার এই ধারাবাহিকতায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারা বাংলাদেশের আনাচে-কানাচে থাকা সকল ময়লাযুক্ত স্থান চিহ্নিত করতে, বিডি ক্লিন আয়োজন করেছে একটি ব্যতিক্রমী ক্যাম্পেইন।
ক্যাম্পেইনের নাম: জ্বেলে লালবাতি, হও লাখপতি
ট্যাগলাইন: জ্বালালে ময়লা স্থানে লালবাতি, তুমিও হতে পারো লাখপতি
ক্যাম্পেইনের লক্ষ্য: সারাদেশের সকল ময়লাযুক্ত স্থান চিহ্নিত করে তা কর্তৃপক্ষ ও বিডি ক্লিন সদস্য কর্তৃক একে-একে পরিচ্ছন্ন করার মাধ্যমে, দ্রুততম সময়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার মাইলফলক অর্জন করা।
ক্যাম্পেইনের সময়সীমা: ২০ জুন ২০২৫, সকাল ১০ টা থেকে ২০ জুলাই ২০২৫, বিকেল ৪ টা পর্যন্ত।
ক্যাম্পেইনে মোট পুরষ্কারের সংখ্যা: ১১১ টি।
পুরষ্কার প্রদান অনুষ্ঠান: ২ আগস্ট ২০২৫, সকাল ১১ টা।
ক্যাম্পেইনে অংশগ্রহনের যোগ্যতা:
বাংলাদেশে বসবাসরত যে-কোন বয়সী নাগরিক শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
ক্যাম্পেইনে অংশগ্রহণের নিয়মাবলি:
১. গুগল প্লে-স্টোর থেকে বিডি ক্লিন অ্যাপ ডাউনলোড পরবর্তীতে সাইনআপের মাধ্যমে “জ্বেলে লালবাতি, হও লাখপতি” ক্যাম্পেইন কার্ডে ক্লিক করে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হবে।
২. ক্যাম্পেইনে অংশগ্রহণের নিয়মানুযায়ী মোবাইল লোকেশন অন করে সরাসরি ময়লাযুক্ত স্থানে উপস্থিত হয়ে ‘ময়লাযুক্ত স্থান চিহ্নিত করুন’ বাটনে ক্লিক করতে হবে।
৩. স্ক্রিনে প্রদর্শিত নমুনা অনুযায়ী ক্যামেরা বাটনে ক্লিক করে একে-একে ময়লাযুক্ত স্থানের ডানপাশ, বামপাশ ও সামনে থেকে ১ টি করে মোট ৩ টি ছবি যুক্ত করতে হবে (অস্পষ্ট ছবি গ্রহনযোগ্য হবে না)। সেইসাথে ময়লাযুক্ত স্থানের ঠিকানা সহ সংক্ষিপ্ত তথ্য প্রদান পূর্বক “লালবাতি জ্বালান” বাটনে ক্লিক করতে হবে।
৪. এরপরে অ্যাপ কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে একটি ডিজিটাল ক্যাম্পেইন কার্ড জেনারেট হবে। যা “ফেসবুকে শেয়ার করুন” বাটনে ক্লিক করে প্রত্যেক অংশগ্রহণকারীকে তার ফেসবুক টাইমলাইনে অটোমেটিক জেনারেট হওয়া ক্যাপশন, হ্যাশট্যাগ সহ পোস্ট করতে হবে এবং উক্ত ফেসবুক পোস্ট এর লিংক কপি করে অ্যাপ এ ফিরে আসলেই পাবেন লিংক পেস্ট করার নির্ধারিত ঘর। লিংক টি পেস্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই কেবল আপনার লাল বাতি জ্বালানোর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে।
পুরষ্কার প্রাপ্তির শর্তাবলী:
১. অংশগ্রহনকারীদের মধ্যে যিনি সর্বোচ্চসংখ্যক ময়লাযুক্ত স্থান চিহ্নিত করে লালবাতি জ্বালাতে সক্ষম হবেন, তিনিই কেবল চূড়ান্তভাবে লাখপতি হিসেবে নগদ ১,০০,০০০(এক লক্ষ) টাকা পুরষ্কার প্রাপ্তির জন্য নির্বাচিত হবেন।
২. এছাড়াও পরবর্তী ১০ জনকে টপ টেন ময়লাযুক্ত স্থান চিহ্নিতকারী হিসেবে নির্বাচিত করে যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার, ১০ হাজার, ৫ হাজার টাকা এবং তৎপরবর্তী ১০০ জনকে টপ হান্ড্রেড ময়লাযুক্ত স্থান চিহ্নিতকারী হিসেবে নির্বাচিত করে আকর্ষনীয় বিডি ক্লিন গিফট্ হ্যাম্পার প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করা হবে।
৩. লাখপতি ও টপ টেন পুরষ্কার জয়ী হিসেবে মনোনীত হতে একজন অংশগ্রহণকারীকে ন্যুনতম ১০ টি ময়লাযুক্ত স্থান চিহ্নিত করে লালবাতি জ্বালাতে হবে। এছাড়া টপ হান্ড্রেড নির্বাচিত হবার ক্ষেত্রেও ময়লাযুক্ত স্থান চিহ্নিতকরণে সংখ্যার আধিক্য ও ক্যাম্পেইনের সকল নিয়মাবলী পুরণ সাপেক্ষে পুরষ্কার জয়ী হিসেবে বিবেচিত করা হবে।
৪. যদি দুই বা ততোধিক অংশগ্রহণকারীর ময়লাযুক্ত স্থান চিহ্নিত করা লালবাতির সংখ্যা সমসংখ্যক হয়, তবে উক্ত অংশগ্রহণকারীদের ফেসবুক টাইমলাইনে দেওয়া ক্যাম্পেইন পোষ্টগুলোর রিয়েক্ট, কমেন্ট ও শেয়ারের আধিক্য বিবেচনায় তাদেরকে লাখপতি, টপটেন ও টপ হান্ড্রেড পুরষ্কার জয়ী হিসেবে নির্বাচিত করা হবে।
আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই চিহ্নিত হোক সারাদেশের আনাচে-কানাচে জমে থাকা সকল ময়লাযুক্ত স্থান।
বিডি ক্লিন কথন: শুধুমাত্র পুরষ্কার পেতেই নয়, বরং বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনার আশেপাশের সকল ময়লাযুক্ত স্থান চিহ্নিত করে “পরিচ্ছন্ন বাংলাদেশ” গড়ার কাজে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে।
একইসাথে দেশের সচেতন নাগরিকদের নিকট পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে বিডি ক্লিন বিনীত অনুরোধ জানিয়েছে।
(তথ্যসূত্রঃ বিডি ক্লিন অফিশিয়াল পেজ)