বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে আদর্শ উপজেলা বিনির্মাণে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা 

পাঁচবিবিতে আদর্শ উপজেলা বিনির্মাণে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা 

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
কেমন পাঁচবিবি উপজেলা দেখতে চাই? এই ব্যতিক্রমী বিষয় নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে আদর্শ উপজেলা গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উচাই জেরকা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন যুব সমাজের আয়োজনে এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 
এম ফিল আইন অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষক নাহিদ হোসেন ও সরাইল কলেজের সহকারী অধ্যাপক সরদার মোঃ আব্দুর রাজ্জাকের যৌথ সঞ্চালনায় প্রথমে ২০টি প্রশ্নের মাধ্যমে লিখিতভাবে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (BACCO)-এর সাধারণ সম্পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ফয়সল আলিম।
আলোচনা সভায় শিক্ষার্থীরা উপজেলার উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তির প্রসার, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি ফয়সল আলিম।
প্রধান অতিথি ফয়সল আলীম বলেন, তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে। স্থানীয় পর্যায়ে উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা (বিএনপি) ক্ষমতায় আসতে পারলে জয়পুরহাট পাঁচবিবির ১০০ জন যুবককে কর্মসংস্থান সৃষ্টি করে দেয়া হবে ‌। আগামী দিনে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে চাই। বাল্যবিবাহ,যৌতুক প্রথা প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করব ইনশাল্লাহ।
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থী, অধ্যাপক,শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আলোচনায় অংশগ্রহণকারীরা উপজেলাকে উন্নত, প্রযুক্তিবান্ধব ও আধুনিক করতে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ৩ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments