
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবির আয়মারসূলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয় গত ২৭ফেরুয়ারী,বৃহস্পতিবির বাদ মাগরীব উদ্বোধন করা হয়েছে।
১ নং ওর্য়াড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রটারী মোঃ নূরনবী মন্ডল এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, ইউনিয়ব আমীর মোঃ আহসান হাবিব, ইউনিয়ন সেক্রেটারী মোঃ আহম্মদ আলী প্রমুখ।
প্রধান অতিথি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা) যে আদর্শের মাধ্যমে তার সাথীদেরকে উন্নত নৈতিকতায় সমৃদ্ধ করে একটি সোনার রাষ্ট্র তৈরী করেছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীও সেই আদর্শকে ধারণ করে এদেশে একদল মানুষকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে।
আমরা সমাজের সকল সেক্টরে সৎ, যোগ্য ও দক্ষ লোক তৈরী করতে চাই। জামায়াত কর্মী মানেই সমাজকর্মী ফলে সামাজিক কাজের মাধ্যমে মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছাতে হবে।