বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে এক কৃষকের জমির ধান কাটতে বাধা দেয়ার অভিযোগ

পাঁচবিবিতে এক কৃষকের জমির ধান কাটতে বাধা দেয়ার অভিযোগ

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবিতে এক কৃষকের জমির ধান কাটতে গেলে বাধা,ধান কেটে নিয়ে যাওয়ার হুমকি,থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। জমি সংক্রান্ত বিরোধপূর্ণ এই ঘটনাটি ঘটেছে উপজেলার খাসবাগুড়ী গ্রামে।
থানায় লিখিত অভিযোগে জানা যায়, খাসবাগুড়ী গ্রামের শ্রী নিতাই চন্দ্র মহন্তের পুত্র শ্রী মলিন চন্দ্র মহন্তের সাথে একই গ্রামের মৃত রামশঙ্কর মহন্তের পুত্র শ্রী গণেশ চন্দ্র মহন্তদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। 
বাদী শ্রী মলিন চন্দ্র মহন্ত বলেন,আমার মামলার প্রেক্ষিতে গত ২০ নভেম্বর -২৪ তারিখে বিবাদীগণ জয়পুরহাট জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে ভবিষ্যতে আমরা বাদিকে কোন প্রকার ভয় ভীতি দেখাবো না, তার জমি জবরদখল করতে যাব না মর্মে মুছলেকায় স্বাক্ষর দিয়ে আসে কিন্তু এখন বিবাদীগণ পুনরায় আমার জমি থেকে ধান কাটতে গেলে বাধা দিচ্ছে এবং জোর করে ধান কেটে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। আমি প্রতিবাদ করায় আমাকে মারপিট খুন যখম করবে মর্মে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও হুমকি প্রদান করছে। এ বিষয়ে বিচার চেয়ে মলিন চন্দ্র মহন্ত বাদী হয়ে শ্রী গনেশ চন্দ্র মহন্ত সহ ৭জনকে বিবাদী করে গত বৃহস্পতিবার পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
শুক্রবার সরেজমিনে গিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ২ নং বিবাদী শ্রী শুভ চন্দ্র মহন্ত বলেন, বাদী মলিন চন্দ্র ১৯ শতক জমির মালিক। দলিলে আছে তার ১৯ শতক কিন্তু সে জমি পাবে ১৩.৬৬ শতক উপরন্তু সে জমি দখল করে আছে ৫৯ শতক। আমার জমিতে সে ধান লাগিয়েছে,তাই কাটতে আসলে আমরা বাধা দিয়েছি‌। আমাদের বিরুদ্ধে থানায় সে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা।
এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments