বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ভ্যান চালকের আত্মহত্যা।

পাঁচবিবিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ভ্যান চালকের আত্মহত্যা।

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে চলন্ত চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শ্রী সচীন চন্দ্র (৩৫) নামের এক ভ্যান চালক আত্মহত্যা করেছে।

শনিবার রাত দেড়’টায় পাঁচবিবি রেলওয়ে ষ্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সচীন পাঁচবিবি পৌরসভার মদিনা মসজিদ এলাকার শ্রী নিতাই চন্দ্রের পুত্র। সে পেশায় একজন ভ্যান চালক।

পাঁচবিবি রেলওয়ে ষ্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, রাত দেড়’টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ষ্টেশন অতিক্রম করার সময় ঐ ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। এসময় তার দেহ থেকে মাথা বিছিন্ন হয়ে যায় এবং তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments