
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবিতে ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিও প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়। হীড বাংলাদেশ পাঁচবিবি শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্থার মাইক্রোফাইন্যান্স কর্মসুচীর আওতায় উপজেলার ৮৯’জন মেধাবী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনার ক্রেষ্ঠ ও উপবৃত্তির ৪’লক্ষাধিক টাকা বিতরণ করা হয়।
হীড বাংলাদেশ বিরামপুর আঞ্চলিক ব্যাবস্থাপক সনজয় রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান ও বন্ধন ১৫ লিঃ এর চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব প্রমূখ। শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ঠ ও উপবৃত্তির অর্থ প্রদান করেন প্রধান অতিথি
।