বাড়িবাংলাদেশেপাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

সুখী, সমৃদ্ধ,  উন্নত ও স্মাট বাংলাদেশ বির্ণিমানে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরবময় ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার বিকেলে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগ ও  সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিশাল  র‍্যালী দানেজপুরস্থ পৌর আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বারোয়ারী চত্বরে শেষ হয়।   র‍্যালীটিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল।

সেখানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে ও ছাত্রনেতা আরিফুর রহমানের সঞ্চালনায়  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্টমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব  এ্যাডঃ সামছুল আলম দুদু।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মহির উদ্দিন মন্ডল, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আনম শওকত হাবিব তালুকদার লজিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ জাফর সুমন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইফুল ইসলাম সাবু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে  উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতীয়, দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক মাল্য অর্পণ করে দিনের কর্মসূচী শুরু করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments