
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
“তোমার আমার বাংলাদেশে, ভোটা দিব মিলেমিশে ” এমন প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ৭ম জাতীয় ভোটার দিবস-২৫ পালন করা হয়েছে।
আজ ২ মার্চ রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক থানা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল ও বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান সহ অনেকেই। আলোচনা শেষে একটি র্যালী শহর প্রদক্ষিণ করেন।