বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পাঁচবিবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে। আজ ২৬ শে মার্চ বুধবার সকাল ৬টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে সূর্যদয়ের সাথে সাথে পৌর পার্ক স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ৮টায় স্টেডিয়ামে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স, বিএনসিসি, আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও মার্চপাস্ট অনুষ্ঠিত হয়।
২য় পর্বে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার পাঁচবিবি সার্কেল আমির হামজা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, থানা অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা জহুরুল তরফদার রুকু, ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, প্রমুখ।
শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন এবং এতিমখানা ও হাসপাতালে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments