বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে স্কাউটের শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড পরীক্ষা অনুষ্ঠিত 

পাঁচবিবিতে স্কাউটের শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড পরীক্ষা অনুষ্ঠিত 

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ স্কাউটের জাতীয় পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড ও  পিএস (প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড) অ্যাওয়ার্ডের মূল্যায়ন পরীক্ষা আজ শনিবার বেলা সাড়ে ১২ টায় নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। 
পাঁচবিবি উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জানান, এবার জয়পুরহাট জেলার ৪ উপজেলা থেকে শাপলা বিভাগে ৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে। এরমধ্যে পাঁচবিবির ৩৫ জন কাব স্কাউট রয়েছে। এছাড়াও মাধ্যমিক পর্যায়ে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড (পিএস) পরীক্ষায় রয়েছে জেলায় ৪২ জন।এর মধ্যে ২৮ জনই পাঁচবিবির পরীক্ষার্থী। ইতিপূর্বে এই পরীক্ষা জেলায় হয়েছে, আঞ্চলিক পর্যায়ে হয়েছে এবং এই প্রথম উপজেলা পর্যায়ে জাতীয় পর্যায়ের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হল। ২ ঘন্টা লিখিত পরীক্ষার পর পরবর্তী ইভেন্টে মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক সাঁতার পরীক্ষা নেয়া হয়েছে। 
এ কেন্দ্রে পরীক্ষাগুলো গ্রহণ করেন,বাংলাদেশ স্কাউট ঢাকা সাভার  থেকে আগত উডব্যাজার মোঃ আলম, নওগাঁ থেকে আগত এএলটি জান্নাতুল ফেরদৌস, উডব্যাজার আরিফা খাতুন সিরাজগঞ্জ ও বগুড়া থেকে মোস্তাফিজুর রহমান। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, পাঁচবিবি উপজেলা স্কাউটস এর  কমিশনার মাহফুজুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, জেলা স্কাউটসের  সহ-সভাপতি আসাদুজ্জামান মুকুল, যুগ্ন সম্পাদক মেজবাহুল ইসলাম,  ও শিক্ষিকা মুসরাত জাহান মুক্তা প্রমূখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments