বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে হত্যা মামলায় ৩ জন পলাতক আসামী গ্রেফতার

পাঁচবিবিতে হত্যা মামলায় ৩ জন পলাতক আসামী গ্রেফতার

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ দায়ের করা একটি হত্যা মামলায় ৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র মোঃ আয়নাল ইসলাম, মোঃ আল আমিন ও  মোঃ শহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ জহুরা বেগম।
মামলার বিবরনে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবৎ বাদীর বাবা সাইদুল ইসলামের সাথে ভাইদের জমিজমা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল । গত ২৯ জানুয়ারি-২৫  দুপুরে আসামীরা বাদীর বাবার পৈতৃক সম্পত্তিতে আইল দিয়ে আসে। উক্ত আইল দেয়াকে কেন্দ্র করে একই তারিখ বিকেলে উক্ত আসামিরা বাদীর বাবার বসতবাড়ীতে আসে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে সাইদুল ইসলাম কে মাথায় আঘাত করলে সে রক্তাক্ত জখম হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে নিহতের কন্যা মোছা: আয়শা ছিদ্দিকা গত ৩০ জানুয়ারী-২৫ তারিখে বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামীগন পলাতক ছিল।দীর্ঘ প্রচেষ্ঠার পর ৫ মার্চ (বুধবার) গভীর রাতে বগুড়া জেলার শাহজাহানপুর থানার বেতগাড়ী বাইপাস মোড় এলাকা হতে তাদের গ্রেফতার করতে সক্ষম হই।
এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, এ ঘটনায়  থানায় একটি হত্যা মামলা দায়ের হলে আসামীরা পলাতক ছিল। এমতবস্থায় আমাদের পুলিশ ফোর্স তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments