
এস,এম,শামীম হোসেন,নিজস্ব প্রতিনিধি জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে সারা দেশের ৭০টি উপজেলার মধ্যে ঘর হস্তান্তরে অংশ হিসাবে পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে ২০টি হত দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া জমি দলিল সহ যাবতীয় কাগজপত্র ও নির্মানকৃত সম্পূর্ণ ঘরের চাবি বিতরণ অনুষ্ঠান স্থানীয় ভাবে অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সবুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (বিদায়ী) মনিরুল শহিদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমূখ। সভার পূর্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।
এছাড়াও দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, কর্মচারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও সূধীজন।