
মোঃ আমিরুল ইসলাম (আকন) দাগনভূঞা(ফেনী) শিক্ষানবিশ প্রতিনিধি
আজ ২০ শে অক্টোবর রোজ রবিবার বিকাল ৫:৩০ টায় মসজিদের মাইকে ১৭ সদস্যের বেকের বাজার পরিচালনা কমিটি ঘোষণা করেন…..
বিএনপি মনোনীত সাবেক….৭ নং মাতুভূঞা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ফেনী জেলা যুবদলের সদস্য ও দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়কবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আপোষহীন নেতা…নাসির উদ্দিন নাসির।
উপদেষ্টা : নাসির উদ্দিন নাসিরভারপ্রাপ্ত : সভাপতি আব্দুল কাইয়ুম রাহাত সহ-সভাপতি : হারিছ আহাম্মদ(পেয়ার) মেম্বার সহ-সভাপতি: ডাক্তার তারিকুল ইসলাম রিপন সেক্রেটারি : আলাউদ্দিন আলো সহ সেক্রেটার : নূর মোহাম্মদ পলাশ কোষাধ্যক্ষ আব্দুল মোতালেব
কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টায় মসজিদের মাইকে পাল্টা ঘোষণা দিয়ে পূর্বের ঘোষিত কমিটি প্রশাসন অনুমোদিত না হওয়ায় পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করেন….
বাজার পরিচালনা কমিটির নির্বাচন না হওয়া পর্যন্ত কমিটিতে সবাই সদস্য হিসেবে বাজার পরিচালনায় দায়িত্ব পালন করবেন।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নং মাতুভূঞা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার হারিছ আহাম্মদ(পেয়ার)