বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগপাহাড়ি খালের স্রোতে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার।

পাহাড়ি খালের স্রোতে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার।

বিশেষ প্রতিনিধি,লামা(বান্দরবান)।

বান্দরবানের লামায় পানির স্রোতে ভেসে যাওয়া মোঃ আলমগীর (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আলমগীর মেউন্দা মুসলিম পাড়ার মোঃ আলমাসের ছেলে।

বুধবার (৩ জুলাই) ফাইতং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেউন্দা মুসলিম পাড়াস্থ সোনাই ছড়ি খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, গত কাল মঙ্গল বার সন্ধ্যায় গরু বাজার থেকে বাড়ি ফেরার পথে সোনাই ছড়ি খালে পানির স্রোতে তলিয়ে যায় আলমগীর। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ খালে আলমগীরের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

নিহতের পিতা মোঃ আলমাস বলেন, গত কাল মঙ্গল বার পাহাড় থেকে বাঁশের চালি নিয়ে বিক্রি করার জন্য পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বরই তলী নতুন রাস্তার মাথার গরুর বাজারে যায় আলমগীর। সন্ধ্যা ৬টায় আলমগীর বাঁশ বিক্রি করে বাড়ি ফেরার পথে তার বাড়ি সংলগ্ন সোনাই ছড়ি খাল পার হওয়া সময় অতিরিক্ত বৃষ্টিতে পানির স্রোতে সে ভেসে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ বলেন, কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments