
শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের মৃধা বাড়ির সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আশরাফুল আলম ও মিসেস সেলিনা বেগম দম্পতির কন্যা ফারহানা তানজীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উলানিয়া গ্রামের মৃধা বাড়ির সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আশরাফুল আলমের কন্যা ফারহানা তানজীম ২৫ তম বিসিএস(সাধারণ শিক্ষা)ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকায় সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গত ২৩শে মে ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায়, শিক্ষা পর্ষদের ১৩৮ তম সভায় পিএইচডি ডিগ্রির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। “জীবনানন্দ দাশের কথাসাহিত্যে নারী” শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাকে পিএইচডি ডিগ্রী প্রদান করেন। তার এই পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি অর্জনের পিছনে সবসময় উৎসহ যুগিয়েছেন তারই স্বামী ঢাকা সিআইডি পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মোকতার হোসেন(পিপিএম)। তার এই পিএইচডি(ডক্টরেট) ডিগ্রি অর্জনের কথা শোনামাত্র তার পরিবার ও এলাকায় এক আনন্দ বিরাজ করছে। এ বিষয়ে ফারহানা তানজীম এর এক আত্মীয় মোঃ ফিরোজ আহম্মেদ বলেন আপনজন যদি কোন ভালো স্থানে থাকে তা হলে বুক ফুলিয়ে গর্বের সঙ্গে কথা বলা যায়।
তিনি আরো বলেন তার দু’টি সন্তান আছে, তিনিও চান তার সন্তানরাও একদিন যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা, মা ও এলাকার মুখ উজ্জ্বল করবে এবং পাশাপাশি মানুষের পাশে থেকে কাজ করে যাবে এতটুকুই আশা করি, মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে।