বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাপিরোজপুর জেলা আওয়ামী লীগের ০৫ নেতা আদালত চত্বর থেকে গ্রেফতার

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ০৫ নেতা আদালত চত্বর থেকে গ্রেফতার

মো: নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি :
পিরোজপুর জেলা  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ জেলা আওয়ামী লীগের ০৫ নেতাকে আদালত চত্বর থেকে গ্রেফতার করেছে পুলিশ। 
 রবিবার (০২মার্চ) সকালে জেলা জজ আদালতে হাজিরা দিতে আসলে তাদেরকে আটক করে পুলিশ। আটকের বিষয়ে  নিশ্চিত করেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
আটককৃতরা হলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো: আলাউদ্দিন খান, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শহিদুল হক পান্না, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস‌্য, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম.মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু।
পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন , রবিবার সকালে পিরোজপুর জেলা আদালত থেকে ০৫ জনকে আটক করা হয়েছে। আটক কৃতদের মধ‌্যে মো: আলা উদ্দিন খাঁন এর নামে একটি ওয়ারেন্ট আছে আর বাকি ০৪ জনকে একটি নাশকতা মামলায় আটক করা হয়েছে। এছাড়া এডভোকেট এম, মতিউর রহমান ইন্দুরকানির ঘোষের হাটের শুক্কুর হত্যা মামলার আসামি রয়েছেন বলে জানা গেছে।
০৫ আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী  ফ্যাসিস্ট  সরকারের পতন হওয়ার পর থেকে তারা পলাতক রয়েছেন। রবিবার আদালতে মামলার হাজিরা দিতে আসলে তাদেরকে গ্রেফতার করে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments