
মো: নাজমুল হোসেন জিয়ানগর , (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি :
পিরোজপুরে গরিব,দুস্ত ও অসহায়দের মাঝে সেনাবাহিনীর জিওসি ৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর ক্যাম্পে কর্মরত সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ান এর ব্যবস্থাপনায় জিওসি ৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পিরোজপুর ক্যাম্প কমান্ডার মেজর ইসরাক এর নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদের উপস্থিতিতে ৫০ জন গরিব দুস্থ ও অসহায়কে ইফতার সামগ্রী প্রদান করা হয়।
এদের মধ্যে সদর উপজেলায় ২০ জন, নেছারাবাদ উপজেলায় ১৫ জন এবং মঠবাড়িয়া উপজেলায় ১৫ জন গরিব,দুস্থ ও অসহায় রয়েছেন।
এ প্রসঙ্গে পিরোজপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইসরাক আহমেদ বলেন, আমরা সেনাবাহিনীর জিওসি ৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ২২ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পিরোজপুরের ৩টি উপজেলায় ৫০ জন গরিব দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমাদের এই ধরনের জনহিতকর ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে।