বাড়িরংপুর বিভাগরংপুর জেলাপীরগাছায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে ৩ জনকে...

পীরগাছায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে ৩ জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড-

মোঃ জমির উদ্দিন ।। পীরগাছা (রংপুর) প্রতিনিধি –
রংপুরের পীরগাছায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে ৩ জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হক সুমন উপজেলার নগরজিৎপুর কালুরঘাট ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় স্পট থেকে ২টি কাঁকড়াসহ ৩ ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকৃতদেরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন মাইটাল গ্রামের বাহার আলীর ছেলে সাইফুল ইসলাম (৩২), নগরজিৎপুর গ্রামের মেহের আলীর ছেলে মমিনুল ইসলাম (৩৫),  আনন্দি ধনিরাম গ্রামের নয়া মিয়া মেম্বারের ছেলে মাসুদ রানা (৩৮)। জানা যায়, কালুরঘাট ব্রীজ এলাকার জনৈক আঙ্গুর মিয়া নামে এক ব্যক্তি দীর্ঘদিন থেকে ঘাঘট নদী থেকে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় দুটি  কাঁকড়াসহ ৩ জনকে আটক করা হয়।  পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের দুই মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩-এর ৭ক ধারা লঙ্ঘনের অপরাধে ৩ জনকে একই আইনের ১৫(১) ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত আঙ্গুর মিয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পীরগাছা থানার অফিসার ইনর্চাজ  নূরে আলম সিদ্দিকী বলেন, দন্ডপ্রাপ্তদের পীরগাছা থানা পুলিশের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments