
মোঃ জমির উদ্দিন ,পীরগাছা (রংপুর) প্রতিনিধি –
রংপুরের পীরগাছায় প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন “পীরগাছা রিপোর্টার্স ক্লাবের”এর স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গত বিকালে ২০ জানুয়ারী মেডিকেল মোড়,উপজেলা পরিষদ রোড এর বিপরীতে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ক্লাবের সভাপতি আব্দুর রহমান রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব মুন্সীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা,যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা,পীরগাছা থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাজুল ইসলাম, সোহেল তানভীর (বাবু) বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়ক পীরগাছা উপজেলা।
প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী, সাধারণ সম্পাদক সৈয়দ আলী,উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।