বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলাপুলিশের সাঁড়াশি অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১.

পুলিশের সাঁড়াশি অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১.

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি:

গতকাল ৮ ফেব্রুয়ারি’২০২৫ রাত সাড়ে ১০ টায় দিনাজপুরে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সাড়াশি অভিযানে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জগদল ডাঙ্গাপাড়ায় মুদি দোকান হতে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাবেদ আলী (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযানে অংশ নেন এসআই সুমন দেবনাথ, এএসআই সিরাজুল আওলাদ সুমন, নির্মল, শিবু,   সুপিয়ার, পুলিশ সদস্য হাসিবুর ও নুর আলমসহ অন্যরা।

পুলিশ জানায় কুখ্যাত সাবেদ আলী মৃত শামসুল হকের পুত্র। সে মাদক ব্যবসা ছাড়াও আন্তজেলা অপরাধ চক্রের সক্রিয় সদস্য, নিজ জেলা বাদে সাবেদের নামে অন্যান্য জেলায় ছিনতাই, চুরি ও ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় থানায় ১২(২)২৫ নম্বর মামলা হয়েছে।

অফিসার ইনচার্জ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে বলেন আরও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোন ছাড় নেই, আরও তথ্য আছে, অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments