বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাপ্রচন্ড তাপতাহে হিট স্টকে মারা গেলেন কাঠালিয়ার ব্যবসায়ী আফজাল তালুকদার।।

প্রচন্ড তাপতাহে হিট স্টকে মারা গেলেন কাঠালিয়ার ব্যবসায়ী আফজাল তালুকদার।।

সিরাজুল ইসলাম,কাঠালিয়া(ঝালকাঠী)শিক্ষানবিশপ্রতিনিধি

আজ কাঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউড়া নিবাসী জনাব মোঃ আফজাল তালুকদার বয়স ৪৫ প্রচন্ড তাপদাহে কাঠালিয়া বাস স্ট্যান্ড তার নিজ বাসায় মৃত্যুবরণ করেন বলে তাহার সজনরা জানিয়েছে।

আজ শনিবার রাত আটটার সময় তাহার বাসায় অত্যধিক গরমে স্টক করে মারা যান ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল 45 বছর টেনে কাঠালিয়া বাজারের একজন ব্যবসায়ী ছিলেন তাহার পিতা মৃত আনোয়ার তালুকদার তাহার স্ত্রী দুই সন্তান রেখে যান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments