
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঈদুল আজহার শুভেচ্ছা’ কার্ডে ছবি এঁকে এক লাখ টাকা পুরস্কার পাচ্ছে ছাতকের নোয়ারাই ইউনিয়নের কাড়ইগাওঁ গ্রামের শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশু মানিক মিয়া তালুকদার (১১)। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে তাকে এ সম্মানী দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি স্বাক্ষরিত এক চিঠিতে এই সম্মানীর কথা জানানো হয়।
মানিজ কাড়ইলগাওঁ গ্রামের মৃত কাচমিয়া তালুকদার এর ছেলে। তার এমন সফলতায় আনন্দে ভাসছেন মা-বাবা ও স্বজনরা। শিক্ষকদের দাবি উপযুক্ত প্রশিক্ষণ ও সঠিক গাইডলাইন পেলে বিশ্বমানের শিল্পী হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
মানিক মিয়ার মা রেহেনা বেগম জানান, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে তার ছেলের আকাঁ ছবি প্রকাশ হয়েছে এটাই তার কাছে সবচেয়ে গর্বের। এর মধ্যে এক লক্ষ টাকা পুরষ্কার তার আনন্দ আরও দ্বিগুণ করেছে।