
মো.জহিরুল ইসলাম, জবি প্রতিনিধি :
রোভারিং এর সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)-২০২২ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন দেশের সর্বাধিক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের চার জন রোভার।
চূড়ান্তভাবে মনোনীত রোভাররা হলেন রোভার সাজেদা আক্তার সাথী, রোভার মোঃ নেছার উদ্দিন, রোভার আলমগীর হোসেন এবং রোভার আনোয়ার হোসেন।
সোমবার ( ৪ মার্চ ) বাংলাদেশ স্কাউস এর উপ-পরিচালক এ কে এম আশিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ থেকে ১৪ জানুয়ারি জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক গাজীপুরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ২০২২ সালের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়নের ভিত্তিতে উপরোক্ত চারজন সহ মোট দশ জন রোভারকে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হলো।
বাকি ছয় জন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার কাজী মাসুদ আল হাসান, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার প্রশান্ত চৌহান, সেবাব্রুতী মুক্ত রোভার স্কাউট গ্রুপের তৌফিকুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মোঃ রবিউল ইসলাম, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভার মোরাদ হাসান এবং কুড়িগ্রাম মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার মোঃ হাসিবুর রহমান সুজন।
এই অর্জন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড.মোঃ মনিরুজ্জামান খন্দকার বলেন, বিশ্ববিদ্যালয় হওয়ার পর এটি আমাদের সবচেয়ে বড় অর্জন। এ অর্জনের সাথে জড়িত আমাদের গ্রুপের সম্মানিত সভাপতি উপাচার্য মহোদয়, ট্রেজারার, রোভার স্কট লিডার বৃন্দু সহ সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের রোভাররা এই ধরনের সাফল্য অর্জনের ধারা অব্যাহত রাখবে এবং দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।
এই অর্জনে আনন্দিত রোভার আলমগীর হোসেন বলেন, স্কাউটিং শুরু করি স্কুল জীবন থেকে। সেই সময় থেকেই স্কাউটিংয়ের প্রতি একটা প্যাশন ছিল।’পিএস’ পরীক্ষা দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু দিতে পারিনি।তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ‘পিআরএস’ পরীক্ষার জন্য অনেক সময় দিয়েছি। পরিশেষে ‘পিআরএস’ অর্জন করতে পেরে খুবই ভালো লাগছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের হয়ে পিআরএস অর্জন করতে পারায় নিজেকে গর্বিত মনে করছি। সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই বিষয়ে পিআরএস এর জন্য মনোনীত আরেক রোভার আনোয়ার হোসেন বলেন,”পিআরএস” একটি দীর্ঘ যাত্রা। এটি কখনো একা অর্জন করা যায় না। “পিআরএস” অর্জনের পেছনে কতজনের কতভাবে দিকনির্দেশনা ও পরামর্শ প্রয়োজন হয় তা শুধু “পিআরএস” পরীক্ষার্থীই জানে। বিশ্ববিদ্যালয়ের জীবনের সম্মানিত শিক্ষকবৃন্দ, অগ্রজ ও অনুজদের সার্বিক সহযোগিতা ও নিজ পরিশ্রমের সমষ্টিই আমার এ অর্জন। মহান আল্লাহর পর আমি ঐসকল ব্যক্তিগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য প্রেসিডেন্ট’স রোভার স্কাউট আওয়ার্ড রোভারিং এর ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানননা পুরস্কার। ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে সমগ্র দেশ থেকে বাছাইকৃত রোভাররা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এই সম্মাননায় অর্জন করতে পারে।