বাড়িবাংলাদেশেফুলপরে বিভিন্ন রাস্তার খোঁজ খবর নিয়ে কাজকরে যাচ্ছেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক...

ফুলপরে বিভিন্ন রাস্তার খোঁজ খবর নিয়ে কাজকরে যাচ্ছেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি

ফুলপুর (ময়মনসিংহ) নিজস্ব প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন রাস্তার খোঁজ খবর নিয়ে যাতায়াতে কষ্টকর স্থানে নিজ অর্থায়নে প্রতিদিন মানব সেবায় কাজ করে যাচ্ছেন, ফুলপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি  আশিকুল মোস্তফা আওলাদ।  জানা যানা জায়, প্রতিদিন কোন না কোন রাস্তা মেরামতের কাজ সহ উপজেলার রুপসী ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের খোঁজ খবর ও সামাজিক যোগাযোগ রাখছেন বিশিষ্ট সমাজ সেবক আশিকুল মোস্তফা আওলাদ।

আজ রবিবার ( ৭ই  জুলাই ২৪ ইং) সকাল ৯ টায় রুপসী বাজার থেকে সলঙ্গা যাওয়ার পথে গোমগাঁও নদীর পাড় নতুন বাজার (জালবাড়ী ঘাট) রাস্তার খোঁজ খবর নিয়ে বকুলের বাড়ী সামনে বৃষ্টির পানিতে কাঁদায় রাস্তার নাজেহাল কষ্টকর পরিবেশ জেনে  নিজ অর্থায়নে মানব সেবায়

জনস্বার্থে ইটের আদলা দিয়ে কাজ করেছেন,  আশিকুল মোস্তফা আওলাদ। এ সময় আব্দুস সালাম, কোলরনঞ্জন, নুর হোসেন,ইব্রাহিম, রফিকুল ইসলাম, দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।  মোঃ আশিকুল মোস্তফা আওলাদ এর এসব কাজের জন্য এলাকাবাসীর মুখে মুখে আলোচনার ঝর।  এর আগে তিনি পাগলা খাঁ বাড়ী থেকে কটার বাজার রাস্তায়, রপসী পাঁচ রাস্তার মোড় থেকে গোমগাঁও নৈহাটি রাস্তা সহ বিভিন্ন রাস্তায় জনস্বার্থে করেছে। ফুলপুর উপজেলার ৮নং রুপসী ইউনিয়নের পাগলা গ্রামের মৃত কাসেম আলীর ছেলে মোঃ আশিকুল মোস্তফা আওলাদ আগামী ইউপি নির্বাচনে ৮নং রুপসি ইউনিয়নের  চেয়ারম্যান প্রার্থী, তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments