
সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. কবির আহমদ বলেছেন সৃষ্টিশীল কাজ করে সমাজ আলোকিত করছে দেশের শিক্ষক সমাজ, শিক্ষকরাই জাতীকে গড়ে তুলতে অগ্রনী ভূমিকা রাখছেন, শিক্ষকরা কখনো ব্যর্থ হয় না কাজেই প্রত্যেক শিক্ষক কে কর্মের মধ্যে বেচে থাকতে হবে। তিনি আরো বলেন কোন কিছু অর্জন করতে হলে ত্যাগ করতে হবে তাতেই মর্যাদা বৃদ্ধি পাবে।
২১ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতি ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যাগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সন্মাননা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে এ কথা গুলো বলেন।
স্থানীয় একটি কনভেনশন হলে শিক্ষক সমিতি ফেঞ্চুগঞ্জ শাখার সাধারন সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিছবাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম, বিশিষ্ট কবি, সাহিত্যতিক, অধ্যক্ষ কবি কালাম আজাদ, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ভাস্কর রন্জন দাস, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন আতাহার, ফেঞ্চুগঞ্জ মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ময়ুব আলী।
শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষক মাওলানা সালা উদ্দীন, গীতা পাঠ করেন শিক্ষক আনন্দ কুমার রায়।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মিছবাউর রহমান, অধ্যক্ষ নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক খায়রুল হাসান, শিক্ষক সমিতির সাংগঠনিক সচিব আশরাফ আলী, দপ্তর সম্পাদক সেজু আহমেদ খান, শিক্ষক নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সন্মাননা পাওয়া ২৩ জন অবসর প্রাপ্ত শিক্ষক ও অতিথিদের সন্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।