বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়া উদযাপন হয়ে গেলো বর্ষবিদায়।

বগুড়া উদযাপন হয়ে গেলো বর্ষবিদায়।

সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া প্রতিনিধি।

বগুড়ায় উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে চৈত্র বর্ষবিদায় উদযাপন।

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিন বদলের মঞ্চ বগুড়ার চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায় ১৪৩০ উদযাপন করা হয়েছে।

বিকাল ৫ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথাস্থ মুজিব মঞ্চে দিন বদলের মঞ্চ বগুড়ার সভাপতি সাজেদুর রহমান ঝিলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল হক খান রনিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন দিন বদলের মঞ্চ বগুড়ার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, শিক্ষাবিদ, প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা শোয়েব শাহরিয়ার, সাংস্কৃতিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, যুব ইউনিয়ন বগুড়ার সভাপতি ফারহানা আক্তার শাপলা, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।

আলোচনা সভা শেষে বর্ষ বিদায়ের গান পরিবেশন করেন উদীচী বগুড়ার শিল্পীগণ। নৃত্যপরিবেশন করেন মৌসুমী আর্টস একাডেমির শিল্পীবৃন্দ। এরপর স্বপ্তস্বর এর

পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং একক সংগীত পরিবেশন করেন প্রণব কান্ত সান্যাল, আশুতোষ দাস ও বিমল কবিরাজ।

উল্লেখ্য আগামীকাল মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব, আলোচনা, দেশের গান, বাউল গান, গণমানুষের গানসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করবে দিন বদলের মঞ্চ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments