
আব্দুল হান্নান।।শাজাহানপুর(বগুড়া)শিক্ষানবিশ প্রতিনিধি
শাহজাহানপুরে বাজার মনিটরিং এর অংশ হিসাবে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধায় আনুমানিক সোয়া ৫ টা থেকে সন্ধা সোয়া ৬ টায় পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। এ সময় জামাদার পুকুর হাটে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রমে আজ শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন এর জামাদারপুকুর হাট মনিটিরিং করা হয়। এসময় ক্রেতা ও বিক্রেতাগণ কে নিজ নিজ ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয়। পাশাপাশি প্রাত্যহিক মূল্য চার্ট প্রদর্শন এর বিষয়ে সতর্ক ও পরামর্শ দেয়া হয়, অতিরিক্ত টোল বা খাজনা আদায় ইজারাদার করছে কিনা ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হলে কোন অভিযোগ পাওয়া যায়নি। উপস্থিত ইজারাদারের প্রতিনিধিকে অতিরিক্ত টোল বা খাজনা আদায়ে সর্তক করা হয়।
এসময় রানা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে ফার্মাসিস্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনে ৫০০ টাকা অর্থদণ্ড ও সর্তক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাজাহানপুর থানা পুলিশ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম জানান জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।