বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় কাপড়ের মার্কেটে আগুন।

বগুড়ায় কাপড়ের মার্কেটে আগুন।

সাজেদুল ইসলাম রাসেল,বগুড়া জেলা নিজস্ব প্রতিনিধি।

বগুড়ায় কাপড়ের মার্কেটে আগুন। প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বগুড়ার শাপলা মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই। রোববার সকাল ৭ টার দিকে শহরের সেন্ট্রাল মসজিদ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়িদের।

আগুনের খবর পেয়ে বগুড়া সদর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট, শাজাহানপুর ও কাহালু ফায়ার স্টেশনের ৪টি মোট ৮টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগা বেশিরভাগ দোকান কাপড়ের। বাকিগুলো ছাপা খানার। সকাল সাতটার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া যায়। সাথে সাথে ফায়ার সার্ভিসে জানানো হয়,ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ১৫টি দোকান পুড়ে ছাই। প্রতিটি দোকানে ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল। বলে দোকান মালিকদের দাবি আগুনে প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে তারা।

মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ জানান, ঈদের জন্য দোকানে প্রায় ১৫ লাখ টাকার গেঞ্জি প্যান্ট ছিল। সব পুড়ে গেছে ।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ৭ টি ছাপাখানা ব্যবসায়ীর বলে জানান এক ভুক্তভোগী।

তিনি বলেন, আমার দোকানে চারটা কম্পিউটারসহ প্রায় চার লাখ টাকার মালামাল ছিল।

সব পুড়ে গেছে ,

জেলা ফায়ার সার্ভিস জানায়, ৭ টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর আসে। এরপর পরে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার কর্মীরা। পরে বগুড়া সদরের চারটি এবং শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় ২ ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments