বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় দুই ডজনের অধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বগুড়ায় দুই ডজনের অধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সাজেদুল ইসলাম, রাসেল বগুড়া সদর প্রতিনিধি।

বগুড়ায় কুখ্যাত সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা।

বগুড়ায় দুই ডজনের অধিক মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার সময় কাহালু উপজেলার মুরইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সন্ত্রাসী ব্রাজিল শহরের গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। সে পোড়াপাড়া এলাকাতে বেশি থাকতো।

পুলিশের এই কর্মকর্তা জানান, দুই ডজনের অধিক মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরে পা থেকে মাথা পর্যন্ত, ধারালো অস্ত্রের কোপানোর দাগ রয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এবং কারা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি।

পুলিশের তথ্যানুযায়ী কুখ্যাত সন্ত্রাসী ব্রাজিলের নামে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র , মাদক , সন্ত্রাসী, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি, ধর্ষন ছিনতাই এবং এসিড নিক্ষেপসহ দুই ডজনের বেশি টি মামলা রয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পরে জানা যাবে, এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে, মামলা শেষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments