বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় বাস চাপায় প্রাণ গেল সিএনজি চালকের!

বগুড়ায় বাস চাপায় প্রাণ গেল সিএনজি চালকের!

আব্দুল হান্নান ।। শাজাহানপুর(বগুড়া)শিক্ষানবিশ প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া শেরপুর উপজেলার সুপ্তচর এলাকার বাসিন্দা।

শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আল আমিন জানান, মজনু তার সিএনজি নিয়ে বগুড়া থেকে একাই শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইল এলাকায় রাস্তার উপরে থাকা একটি বড় পাথরের সাথে ধাক্কা লেগে তার সিএনজি উল্টে যায় এবং তিনি ছিটকে পড়ে যান। এরপর পেছনে থাকা দ্রুতগামী একটি বাস তাকে পিষ্ট করে চলে গেলে ঘটনাস্থলেই মজনু মারা যায়।

পুলিশের উপ-পরিদর্শক আল আমিন আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments