বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক।

বগুড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক।

মো:ওসমান গনি: শিবগঞ্জ (বগুড়া) নিজস্ব প্রতিনিধি:

বগুড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন৷

বুধবার দুপুরে দুপচাঁচিয়ার আক্কেলপুর – বগুড়া সড়কে বেড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোকাব্বর হোসেন পেশায় সিএনজি চালক। তিনি বগুড়া সদর উপজেলার নামুজা বগারপাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়া দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, দুপুরের দিকে মোকাব্বর মুরগীর বাচ্চা কিনতে তার সিএনজি নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেড়াগ্রাম এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোকাব্বরের মৃত্যু হয়৷

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments