
সাজেদুল ইসলাম রাসেল। নিজস্ব প্রতিনিধি বগুড়া।
সারাদেশের ন্যায় বগুড়াতেও পালন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
উক্ত দিবস উপলক্ষে সিয়েস্তা হোটেল থেকে এক র্যালি বের করে বনানী গোলচত্বর হয়ে, হোটেলে এসে শেষ হয়। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ইমরান আলী,সহ ব্যবস্থাপক সিয়েস্তা হোটেল, জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ, সহকারী ব্যবস্থাপক সিয়েস্তা, জনাব মোঃ জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক সিয়েস্তা হোটেল।