বাড়িবাংলাদেশেবগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি

বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লক্ষাধিক টাকা চুরির ঘটনায়  গ্রেপ্তার ০৪।

গত১৯ জুন থেকে একটানা পাঁচদিন ব্যাপী পুলিশের অভিযানে বগুড়ার সোনাতলা, শিবগঞ্জ, আদমদীঘি ও ঢাকার বিভিন্ন স্থানে গোয়েন্দা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে চুরি যাওয়া ১০ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। এবং এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার দুপুর একটার দিকে জেলা পুলিশ সুপারের নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি প্রাপ্ত জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী। আসামিদের কাছে থেকে ১ লাখ ৯১ হাজার ২৫০ টাকা এবং জাহিদুলের কাছ থেকে নগদ ৫ লাখ টাকা এবং চুরির টাকা দিয়ে কেনা এ লাখ টাকা দামের একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন জানানো হবে। এছাড়া এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে

প্রেস ব্রিফিংকালে জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ও মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, সদর থানার অফিসার ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ, ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments