বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় মাদক সহ তিন জন গ্রেপ্তার।

বগুড়ায় মাদক সহ তিন জন গ্রেপ্তার।

সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি বগুড়া।

বগুড়ায় র‍্যাব,১২,এর অভিযানে,১৯৫০ পিছ বুপ্রেনরফিন‌ ইনজেকশন সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‍্যাব-১২, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, ০৪ নভেম্বর ২০২৪ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় বগুড়া র‍্যাবের একটি

আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে রংপুর হতে ঢাকাগামী কভার্ড ভ্যানে মাদকদ্রব্য আসছে উক্ত সংবাদের ভিত্তিতে বগুড়া সদর ঠেংগামারা টিএমএসএস মেডিকেল কলেজের সামনে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে রাস্তার উপর তল্লাশি চালিয়ে আসামী ১। মোঃ আলমগীর হোসেন সাবু(৩৬), পিতা-মোঃ আক্কাস আলী, সাং-দাউদপুর, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর, ২। মোঃ বাশারুল ইসলাম(৪০), পিতা-মৃত লতিফ মিয়া, সাং-কাদিরাবাদ, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর এবং ৩। শ্রী সুমন কুমার সাহা (৩৭), পিতা-শ্রী গজেন সাহা, সাং-মথুরাপুর, থানা-ধুনট, জেলা-বগুড়া

কে তাদের কাছে থাকা বিশেষ কায়দায় প্লাস্টিকের ফাইল কভারে রক্ষিত ১৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন (BUPRENORPHINE INJECTION I.P) উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০২টি মোবাইল, ০৩টি সীম, ০২টি অফিসিয়াল ব্যাগ, ০৪টি প্লাস্টিকের রেকর্ড ফাইল, ০১টি কাভার্ড ভ্যান এবং নগদ ২৭০০/- জব্দ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments