বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১২,বগুড়া 

বগুড়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১২,বগুড়া 

মোঃ সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি

 বগুড়া কাহালু উপজেলায়  গত ৩০ আগষ্ট ২০২৪ শুক্রবার সকাল ০৭.০০ টার সময় পূর্ব শত্রুতার জের ধরে রাকিব নামে এক যুবককে তার বাড়ীর সামনে উঠিয়ে নিয়ে কামলা গ্রামে ছুরিকাঘাত ও পিটিয়ে  হত্যা করে পালিয়ে যায়।পরবর্তীতে নিহত রাকিবের বোন বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে এবং ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে।  উক্ত আলোচিত হত্যা কান্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার জন্য র‍্যাব,১২বগুড়া তথ্য প্রযুক্তির সহায়তায় খুব গুরুত্বের সাথে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং র‌্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-১৩,  রংপুর এর একটি যৌথ অভিযানে  অদ্য বৃহস্পতিবার বিকাল ৪.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে  রাকিব’  হত্যা মামলার এজাহারভুক্ত আসামী শ্রী ফনি চন্দ্র প্রাঃ (২৭), পিতাঃ শ্রী প্রফুল্ল  কে  রংপুর মিঠাপুকুর উপজেলায় এস.এ এগ্রো ফিড কোম্পানীর ভিতর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে 

বলে জানিয়েছেন এম আবুল হাশেম সবুজ লেঃ কমান্ডার কোম্পানী কমান্ডার র‌্যাব-১২, বগুড়া

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments