
সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
গত ১১ ফেব্রুয়ারি ২৫ তারিখে চট্টগ্রাম Smile Food Products Ltd কোম্পানি থেকে সোবহান ট্রান্সপোর্ট এর মাধ্যমে এক ট্রাকে ২৮৮০ লিটার সোয়াবিন তেল গফরগাঁও থানা জেলা ময়মসিংহের উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু উক্ত ট্রাকের ড্রাইভার সুকৌশলে উল্লেখিত সোয়াবিন তেল প্রতারনা মাধ্যমে নিজে আত্বসাত করে নেয়। উক্ত বিশয়ে সংবাদ পাওয়ার পর বগুড়া ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৩ তারিখ দুপুর বেলা বগুড়া জেলার শেরপুর থানার মির্জাপুর মোঃ নূর আলম পিতা মোঃইয়াছিন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে তার বাড়ির পরিত্যক্ত ঘর থেকে মোট ১৮০ টি কার্টুনে ২৮৮০ লিটার সোয়াবিন তেল উদ্ধার করে। এই বিষয়ে উক্ত তেল কোম্পানির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।